করোনায় ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ৮২২, শনাক্ত ৬ লাখ ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ০৮:০০| আপডেট : ২২ মে ২০২২, ০৮:২৫
অ- অ+

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৮২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ছয় লাখ তিন হাজার ৭১৯ জন।

রবিবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ছয়শো। বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জনের।

২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে দেড় লাখের বেশি। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬১৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে উত্তর কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে দুই লাখ ১৯ হাজার ৩০ জন এবং মারা গেছে একজন।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ লাখ ৬০ হাজার ৬৪০ জন এবং মারা গেছে ৬৬ জন।

করোনায় শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, আর মৃত্যুর দিক থেকে তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে দুই হাজার আট জন। এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে মোট শনাক্ত সংখ্যা দাড়িয়েছে চার কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৪০ এবং মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩৪৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

(ঢাকাটাইমস/২২মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা