কলাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত দুই

কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ২১:৪৮
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনয়িন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব হোসনে খানরে ওপর হামলার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থীর ভাতিজা ইমদাদ খানকে মারধর করা হয়।

রবিবার সকাল ১০টার দিকে ধুলাসর ইউনয়িনরে নতুনপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটছে।

আহতদরে কাজ থেকে যানা যায়, তারা ভোটারদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা এ হামলা চালায়।

এসময় আহত চেয়রম্যান প্রার্থীকে অ্যাম্বুলন্সে করে কলাপাড়া হাসপাতালে আনার পথে দুপুর দুইটার দিকে পৌর শহররের বাদুরতলী এলাকায় চিকিৎসা নিতে আসতে বাধা দেয় সরকারদলীয় সমর্থকরা। পরবর্তীতে আহত চেয়ারম্যান প্রার্থীর লোকজন ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাইলে কলাপাড়া থানা পুলশি গিয় তাদের উদ্ধার করে হাসপাতারে ভর্তি করেন।

কলাপাড়া থানার এস আই তাইয়ুবুর রহমান জানায়, ৯৯৯ থেকে কল পেয়ে তারা তাদের অ্যাম্বুলন্সে ও রোগীসহ উদ্ধার করে নিয়ে আসনে।

এ ব্যাপার নৌকা মার্কার প্রার্থী মোদাচ্ছের হোসেনের মুঠোফোন (০১৭৩৯০৮১৪৯৬) যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।তবে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, এর সাথে দলের কেউ জড়তি না। এটা তাদরে নিজস্ব বিরোধ থেকে হতে পারে। নির্বাচনে তাদেরকে ফাঁসাতে দলের কর্মীদের দোষারোপ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা