নিখোঁজের দুদিন পর ভেসে উঠল কিশোরের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৩:১০| আপডেট : ২৩ মে ২০২২, ১৩:১২
অ- অ+

নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটে ভেসে ওঠেছে কর্ণফুলীতে সাম্পান ডুবির ঘটনায় নিখোঁজ সেই কিশোরের মরদেহ। তার নাম মো. সোহাগের (১৭)। স্থানীয় মাঝিমাল্লা ও শ্রমিকেরা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনার দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও সোহাগকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে তার মরদেহটি ফিশারিঘাটে ভেসে ওঠে।

নিহত সোহাগ কুমিল্লার লাকসাম থানার খুলতি গ্রামের মো. করিমের ছেলে।

শনিবার বিকাল ৫টায় যাত্রীবাহী একটি সাম্পান কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি পারটেক্স-১ এর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় সাম্পানটিতে থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়। সাম্পানটিতে তার বাবা মো. করিমও ছিলেন। তিনি সাঁতার কেটে তীরে উঠেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, শনিবার যাত্রীবাহী একটি সাম্পান ডুবির ঘটনায় সোহাগ নামে এক তরুণ নিখোঁজ ছিল। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। কিন্তু ওই তরুণের হদিস পাওয়া যায়নি। সোমবার সকালে দুর্ঘটনাস্থলের কাছে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা