বাংলাদেশে জ্বালানি তেল বেচতে চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৪:৪৯| আপডেট : ২৩ মে ২০২২, ১৫:২৬
অ- অ+

রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ এবং সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

সোমবার সকালে বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিয়ে এখনো চিন্তার কিছু নেই। এরই মধ্যে রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। এর সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।’

এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে- এমন ইঙ্গিত দিয়ে নসরুল হামিদ বলেন, ‘দাম বাড়লেও তা নিম্নবিত্ত ও সাধারণ মানুষের জন্য যেন সহনীয় থাকে সেই চেষ্টা করবে সরকার।’

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম সমন্বয় করার এখনই কোনো সম্ভাবনা নেই। তবে আমরা দেখছি। কারণ কয়েকদিন পরই আবার দাম বাড়তে পারে। অমুক দেশে দাম কমলে আমাদেরও দাম কমাতে হবে- এসব বলা হয়। কিন্তু অমুক দেশে দাম বাড়লে তখন দাম বারানোর কথা তো বলা হয় না। জ্বালানি তেলের দাম আমরা যেভাবে রেখেছি, সেভাবেই স্থিতিশীল রাখতে চাই।’

(ঢাকাটাইমস/২৩মে/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা