মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে: ইইউ ডিজিজ এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৪:৪২| আপডেট : ২৬ মে ২০২২, ১৫:০০
অ- অ+

বিশ্বব্যাপী মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)।

গতকাল বুধবার রাতে মহামারি সংক্রান্ত এক প্রতিবেদনে ইসিডিসি জানায়, এক ডজনেরও বেশি দেশে যেখানে মাঙ্কিপক্স অস্বাভাবিক, বেশির ভাগ ইউরোপে, কোন দেশে অন্তত একজনের সংক্রমণ শনাক্ত নিশ্চিত করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইউরোপে সংক্রমণের চেইনগুলো পশ্চিম বা মধ্য আফ্রিকার সাথে পরিচিত মহামারি সংক্রান্ত সংযোগ ছাড়াই শনাক্ত করা হয়েছে, সেখানে এই রোগটি স্থানীয় পর্যায়ে রয়েছে।’

গত ২০ মে মাঙ্কিপক্স সংক্রমণের প্রতিবেদন প্রকাশের পর গত বুধবার পর্যন্ত এ রোগে আক্রান্তের সংখ্যা ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। গত ২০ মে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন। তবে, এখনো মাঙ্কিপক্সে আক্রান্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাঙ্কিপক্সে আক্রান্ত বেশির ভাগই যুবক। অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের কারণে তারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।

যুক্তরাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মে মাসের শুরুর দিকে দেশটিতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৭১ জন। আক্রান্তের দিক থেকে এর পরেই রয়েছে স্পেনে ৫১ জন এবং পর্তুগালে ৩৭ জন। ইউরোপের বাইরে কানাডায় ১৫ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা