মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে: ইইউ ডিজিজ এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২২, ১৫:০০ | প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৪:৪২

বিশ্বব্যাপী মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)।

গতকাল বুধবার রাতে মহামারি সংক্রান্ত এক প্রতিবেদনে ইসিডিসি জানায়, এক ডজনেরও বেশি দেশে যেখানে মাঙ্কিপক্স অস্বাভাবিক, বেশির ভাগ ইউরোপে, কোন দেশে অন্তত একজনের সংক্রমণ শনাক্ত নিশ্চিত করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইউরোপে সংক্রমণের চেইনগুলো পশ্চিম বা মধ্য আফ্রিকার সাথে পরিচিত মহামারি সংক্রান্ত সংযোগ ছাড়াই শনাক্ত করা হয়েছে, সেখানে এই রোগটি স্থানীয় পর্যায়ে রয়েছে।’

গত ২০ মে মাঙ্কিপক্স সংক্রমণের প্রতিবেদন প্রকাশের পর গত বুধবার পর্যন্ত এ রোগে আক্রান্তের সংখ্যা ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। গত ২০ মে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন। তবে, এখনো মাঙ্কিপক্সে আক্রান্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাঙ্কিপক্সে আক্রান্ত বেশির ভাগই যুবক। অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের কারণে তারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।

যুক্তরাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মে মাসের শুরুর দিকে দেশটিতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৭১ জন। আক্রান্তের দিক থেকে এর পরেই রয়েছে স্পেনে ৫১ জন এবং পর্তুগালে ৩৭ জন। ইউরোপের বাইরে কানাডায় ১৫ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুর্নীতির দায়ে সেনেগালের বিরোধী দলের নেতার দুই বছরের কারাদণ্ড

ইরান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলা, পাকিস্তানের ২ সেনা নিহত

ইউক্রেন আরও ৩০ কোটি ডলার সহায়তার প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্র

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :