৭৯৫ জন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতার টাকা পাননি

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৬:৪৭| আপডেট : ২৬ মে ২০২২, ১৬:৫১
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৭৯৫ জন ভাতাভোগী গত জানুয়ারি মাস থেকে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতার টাকা পাননি। বিকাশ একাউন্ট খোলার পর সর্বশেষ গত বছরের ডিসেম্বর মাসে তারা ভাতার টাকা পেয়েছিলেন। এখন কেনো বিকাশে টাকা না তাও জানেন না এসব হতদরিদ্র মানুষ। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও এর সঠিক কারণ বলতে পারছেন না। এ নিয়ে ভাতাভোগীদের মাঝে নানা উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মন্দিরা গ্রামের আতিকুর রহমান ঢাকা টাইমসকে জানান, গত জানুয়ারি থেকে বিকাশে ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা আসছে না। এ নিয়ে কয়েকবার উপজেলা সমাজসেবা অফিসে গেলেও তারা কিছু বলতে পারছেন না।

তিনি বলেন বিগত করোনার সময় মানবিক সহায়তার তালিকায় অনেক মানুষের নাম থাকার পরও জালিয়াতির কারণে বিকাশে টাকা আসেনি। তাই আমরা এ নিয়ে উদ্বিগ্ন।

কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঢাকা টাইমস কে বলেন, ৭৯৫ জনের ভাতার টাকা বিকাশ একাউন্টে ঢুকেনি এটা সত্য। তবে কেনো এমন হচ্ছে আমরা জানি না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

(ঢাকাটাইমস/২৬মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা