অবশেষে আসছে শিমুল-লামিয়ার সেই মাহেন্দ্রক্ষণ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২২, ১২:২০
অ- অ+

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখেন না, সিরিয়াল নিয়ে দর্শকদের আগ্রহ নেই’- এমন অভিযোগ অনেক পুরনো। অথচ সে অভিযোগ ভুল প্রমাণ করেছেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার ভাষায়, ‘দেশীয় সিরিয়াল দর্শক আগ্রহ নিয়েই দেখেন’!

অমির পরিচালনায় আলোচনার তুঙ্গে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটির চতুর্থ সিজন প্রচার হচ্ছে বর্তমানে। এরইমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে নাটকটি। এই সিজনে চমক নিয়ে হাজির হচ্ছেন শিমুল শর্মা ও লামিমা লাম।

গল্পে শিমুল ও লামিয়া চরিত্রে আছেন তারা। তাদের দুজনের প্রেম হয়েও যেন হচ্ছে না। শিমুল লামিয়াকে পছন্দ করে। ফোনে কথাও হয়। তবে তাদের দেখা হয়নি। শিমুল তার সঙ্গে দেখা করার জন্য পাগলপ্রায় হয়ে উঠে। কিন্তু লামিয়া তাতে সাঁয় দেয় না। তবে কি দুজনের দেখা হবে না?

অবশ্যই হবে। খুব শিগগির আসছে সেই মাহেন্দ্রক্ষণ। জানা গেছে, অনেক অপেক্ষার পর অবশেষে নতুন পর্বে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শিমুল ও লামিয়া। দেখা হওয়ার পর তারা কী করেন তা জানতে হলে দেখতে হবে নাটকটি।

এ প্রসঙ্গে শিমুল শর্মা বলেন, ‘এ নাটকটির মাধ্যমে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। সবার এত ভালোবাসা পাবো কখনও ভাবিনি। সিজন ফোরের নতুন পর্বে দর্শকরা নতুন কিছুই পাবেন। আশাকরি সবার ভালো লাগবে।’

লামিমা লাম বলেন, ‘দর্শকদের এত এত ভালোবাসায় আমি মুগ্ধ। নাটকটির নতুন পর্বে আমার আর শিমুলের এন্ট্রি হতে যাচ্ছে, যেখানে দর্শকদের জন্য থাকছে দারুণ চমক।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, সিফাত শাহরিন, আবদুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা মিঠু প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা