মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা। নজরুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাবেক আমির।
শুক্রবার র্যাব সদর দপ্তরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এ.ন.ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। পরে বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম ছাড়াও দলটির সাবেক নেতা রেজাউল করিম মন্টু ও মো. শহিদ মণ্ডলকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযোগ রয়েছে গ্রেপ্তার নজরুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়ি লুন্ঠন ও অগ্নিসংযোগ করেন। নজরুল রাজধানীর মোহাম্মদপুর আত্মগোপনে ছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩জুন/এএইচ/ ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দেশের বিমানবন্দরগুলোয় তুলে নেওয়া হলো করোনা বিধিনিষেধ

আঞ্চলিক সংযোগ স্থাপনে আগ্রহী বাংলাদেশ-চীন

নতুন করে সাজানো হচ্ছে জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র

বাংলাদেশ-চীন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

হাইকোর্টের রুল নিষ্পত্তি ছাড়াই কামরাঙ্গীরচরে বসানো হচ্ছে সীমানা পিলার

ইউএনওদের ক্ষমতা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, চার পর্যবেক্ষণ

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

মার্কিন ভিসানীতির কারণে বন্ধ হবে জ্বালাও-পোড়াও: পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিনের সফরে ঢাকায় ওআইসি মহাসচিব
