ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিব নাথ রায়

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২২, ১৯:৪২

ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব শিব নাথ রায়। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের অতিরিক্ত সচিব শিবনাথ রায়কে তাঁর অবসর-উত্তর ছুটি তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে চলতি বছরের ১ জুলাই অথবা যোগদানের পরবর্তী তিন বছর মেয়াদে ভুটানের বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

শিবনাথ রায় অতিরিক্ত সচিব হিসেবে গত ১ জুন পিআরএলে যান। তিনি তিনি বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন শহীদুল করিম। শিবনাথ রায় তার স্থলাভিষিক্ত হবেন।

(ঢাকাটাইমস/০৯জুন/এএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :