ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিব নাথ রায়

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২২, ১৯:৪২
অ- অ+

ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব শিব নাথ রায়। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের অতিরিক্ত সচিব শিবনাথ রায়কে তাঁর অবসর-উত্তর ছুটি তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে চলতি বছরের ১ জুলাই অথবা যোগদানের পরবর্তী তিন বছর মেয়াদে ভুটানের বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

শিবনাথ রায় অতিরিক্ত সচিব হিসেবে গত ১ জুন পিআরএলে যান। তিনি তিনি বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন শহীদুল করিম। শিবনাথ রায় তার স্থলাভিষিক্ত হবেন।

(ঢাকাটাইমস/০৯জুন/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন 
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা