ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে এক আফগান মডেল আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২২, ১২:৪২
অ- অ+

ইসলাম ধর্ম ও পবিত্র আল কোরআন আবমাননার অভিযোগে এক আফগান মডেল-ইউটিউবারকে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মডেলের নাম আজমল হাকিকি। একই অভিযোগে তার তিন সহকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে আজমল হাকিকি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে আজমল ও তার তিন সহকর্মী ইসলাম ধর্ম ও পবিত্র আল কোরআন অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়।

পরে গত ৫ জুন আগের ভিডিওর জন্য ক্ষমা চান তিনি।

কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গত ৭ জুন তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স আজমলকে গ্রেপ্তারের খবর জানায়।

পরে গত ৮ জুন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজমল ও তার তিন সহকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আজমল ও তার তিন সহকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা