নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৬:৪৬
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্যম নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি ছোরা, ১টি ধামা ও ১টি মোবাইল জব্দ করা হয়।

শনিবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে গ্লোব কারখানা সংলগ্ন বায়তুল নূর জামের মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্যম নাজিরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে জোবায়ের হোসেন বিপ্লব (২০), একই এলাকার আলী আহম্মদের ছেলে আলী হোসেন রিংকু (২৮), কামাল হোসেনের ছেলে মো. শামীম (১৮) ও আলীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. আসিফ (১৮)।

পুলিশ জানায়, রাতে নাজিরপুর গ্লোব কারখানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো এবং প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা একত্রিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সংঘর্ষের প্রস্তুতি নেওয়ার সময় বায়তুল নূর জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৪ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রমের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা