পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার রুবা

মো. মেহেদী হাসান, শরীয়তপুর থেকে
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ১১:২৩| আপডেট : ২৬ জুন ২০২২, ১২:৪৯
অ- অ+

ইচ্ছা, প্রথম লেডি বাইকার হিসেবে স্বপ্নের পদ্মা সেতু পার হবেন। সে অনুযায়ী শনিবার রাত থেকেই প্রস্তুত হন রাজধানী মিরপুরের শেওড়াপাড়ার রুবায়াত রুবা। রবিবার ভোরে প্রথম কোনো লেডি বাইকার হিসেবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠেন তিনি।

সেতুতে উঠতে পেরে পেশায় ইউটিউবার রুবায়াত রুবা ঢাকা টাইমসকে জানান তার উচ্ছ্বাসের কথা। জানান, এ অনুভূতি প্রকাশ করার মতো না।

সকাল সাড়ে নয়টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে এ প্রতিবেদকের কথা হয় রুবার সঙ্গে। তিনি বলেন, রাত থেকেই প্রস্তুতি নিই। ভোরে মিরপুরের শেওড়াপাড়া থেকে বাইক চালিয়ে পদ্মা সেতু পার হয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। যদিও আমার বাড়ি ঢাকায়, কিন্তু এই সেতু নদীর ওইপারের মানুষের জন্য বড় পাওয়া।

সঠিক ট্রাফিক আইন মেনে চলার জন্য রুবা সবার প্রতি আহ্বান জানান। বলেন, সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০ কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করব।

বহুল প্রতীক্ষার পর স্বপ্নের সেতু দিয়ে নদী পারাপার হওয়ার আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপসহ পদ্মা সেতু দেখতে আসা হাজার হাজার মানুষ টোল দিয়ে সেতুতে উঠছেন। সবার হাসিমুখ। অনেকের মুখে আবার জয় বাংলা স্লোগান।

উদ্বোধনের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার ভোর ৫টা ৪০ মিনিটে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতুর দ্বার। এর আগে শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকাটাইমস/২৬জুন/পিআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা