পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ২৩:১৯
অ- অ+

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত দুই যুবক মারা গেছেন। উদ্বোধনের পর গাড়ি চলাচল শুরুর প্রথম দিন পদ্মা সেতুতে এ ঘটনা ঘটল। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

বাচ্চু মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আহত দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত হন। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

দুর্ঘটনার পর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব। তিনি জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৬জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা