পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ২২:১৩
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন।

সঞ্জয় কুমার মুখার্জি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, অগ্নিবীনা ছাত্র হলের হাউজ টিউটরসহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসনের শিক্ষক হিসেবে আন্তর্জাতিক জার্নালে তার বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সঞ্জয় কুমার মুখার্জিকে সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক পদ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, ট্রেজারার জালাল উদ্দিন, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরসহ বিভিন্ন শিক্ষক, কর্মকতা, শিক্ষার্থীরা অভিনন্দন জানান।

পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি জানান, বঙ্গবন্ধুর আদর্শ মেনে শিক্ষকতা করেছি। দীর্ঘদিনের শিক্ষকতায় পদোন্নতি পাওয়া আনন্দের। নিষ্ঠার সাথে যেন শিক্ষকতা করতে পারি সেই জন্য সকলের আশীর্বাদ চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা