আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৪:৫৪| আপডেট : ২৮ জুন ২০২২, ১৫:০৯
অ- অ+
ফাইল ছবি

বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন ‘আরও হিংস্র রূপ ধারণ করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক এক নেতাকে পুলিশ তুলে নিয়ে গেছে অভিযোগ করে বিবৃতিটি দেন তিনি। সোমবার থেকে ওই ছাত্রদল নেতাকে পাওয়া যাচ্ছে না।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ গতকাল (সোমবার) চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। এ সময় তাকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

সাইফকে ‘এভাবে আটক ও গুম করে রাখা’ নির্মম মনুষ্যত্বহীনতা ও ভয়ানক অশুভ সংকেত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, ‘এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারও তাকে একই কায়দায় আটক এবং তার কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।’

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ও আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে। এটি সবার কাছে দৃশ্যমান যে, সাইফকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়।’

সাইফ পুলিশের কাছেই আছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা