বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে পুরস্কৃত ঢাকা ওয়াসা

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ২১:২৫
অ- অ+

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে ঢাকা ওয়াসা। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই পুরস্কার দেওয়া হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খানের হাতে পুরস্কারের স্মারক ও সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ‌দি‌কে স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৮ দশমিক ৫০ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এই সাফল্য অর্জন করেছে। এজন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আল্লাহ্র কাছে শুকরিয়া জানান। পাশাপাশি ঢাকা ওয়াসার সব কর্মকর্তা/কর্মচারীদের নিরলস কর্ম সম্পাদনের জন্য ধন্যবাদ জানান।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জুন/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা