‘গলুই’য়ের সাফল্যের পর নতুন মিশনে শাকিব-পূজা

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলোচিত সিনেমা ‘গলুই’। সেখানে প্রথমবার জুটি বাধেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও পূজা চেরি। প্রথম সিনেমাতেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পান এ জুটি। নতুন খবর হলো, ‘গলুই’য়ের পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান ও পূজা।
নতুন সিনেমাটির নাম ‘মায়া’। এটির প্রযোজকও শাকিব খান। সিনেমাটির জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন কিং খান। ‘মায়া’ পরিচালনা করবেন হিমেল আশরাফ। এই সিনেমায় পূজা চেরির সঙ্গে কাজ করার দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।
শাকিব খান বলেন, ‘মায়া’ আমার স্বপ্নের একটি প্রজেক্ট। বছর শেষে সিনেমাটির শুটের পরিকল্পনা আছে। এই সিনেমায় আমার নায়িকা হচ্ছে পূজা চেরি। সবাইকে আশ্বস্ত করতে পারি, এই সিনেমার মাধ্যমে নতুন কিছু পেতে যাচ্ছেন দর্শক। এর চেয়ে বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাই না।’
এর আগে শাকিব খান ও পূজা চেরি জুটির ‘গলুই’ পরিচালনা করেন এস এ হক অলিক। প্রযোজনা করেন খোরশেদ আলম খসরু। ওই সিনেমাটিও নির্মিত হয়েছিল সরকারি অনুদানে। শাকিব-পূজা ছাড়াও সেখানে আরও ছিলেন ফজলুর রহমান বাবু, সুচরিতা, আলী রাজ, শামু চৌধুরীসহ অনেকে।
(ঢাকাটাইমস/০১ জুলাই/এলএম/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত পোস্ট, আইনি নোটিশ গেল নোবেলের কাছে

শরীফুল রাজকে নিয়ে এত গর্বিত কেন শবনম ফারিয়া?

যে কারণে পেছাল ‘আশীর্বাদ’-এর মুক্তি

চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায় আপনি অমলিন বঙ্গবন্ধু: জয়া

শোক দিবসে শেখ রাসেলকে নিয়ে কাহিনিচিত্র

হৃত্বিক রোশনকে বয়কটের ডাক, জানুন কারণ

নতুন পরিচয়ে আসছেন অঙ্কুশ হাজরা

একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে বিস্ফোরক নাজিফা তুষি

শত্রুতা থাকলেও যেখানে একাট্টা জাভেদ-কঙ্গনা
