বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ০৪:৩০| আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৪:৪১
অ- অ+
সংগৃহীত

যেখানে পাহাড় সমান রান তাড়া করতে নেমে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন বাংলাদেশের ব্যাটাররা, সেখানে একাই ব্যাট হাতে লড়াই করে যান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও পারেননি দেশকে জেতাতে। তবে বিশ্বরেকর্ডের হাতছানিকে ঠিকই নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন তিনি। গড়েছেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট ও দুই হাজার রান করার রেকর্ড গড়েছেন সাকিব।

ডোমিনিকায় অনুষ্ঠিত ম্যাচে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

অন্যদিকে বল হাতে অনেক আগেই একশ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন এই অলরাউন্ডার। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে শত উইকেট ও দুই হাজার রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।

ওবেদ ম্যাককয়ের করা ইনিংসের ১৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। আর এই শৈল্পিক ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো। আর ১৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তার দল থেমেছে ১৫৮ রানে। ফলে ৩৫ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে
বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই ঘরে ফিরব: নাহিদ ইসলাম
গোপালগঞ্জের ১১ পয়েন্টের ঘটনা বর্ণনা করে পুলিশের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা