ত্রিশালে ভোক্তা অধিকারের অভিযান, ৪৭ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বুধবার দুপুরে বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ ও বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে উপজেলা সেনিট্যারি পরিদর্শক আবুবকর ছিদ্দিক ও ত্রিশাল থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন।
জানা যায়, উপজেলার পৌরশহরে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় শরিফ মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও হায়দার ক্লিনিক (ফার্মেসি)-কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ত্রিশাল হোটেলকে ১০ হাজার টাকা ও ফাইভ স্টার ফাস্ট ফুডকে ৩ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ২টি মুদি দোকানকে ৪ হাজার টাকাসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ত্রিশাল বাজারের দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ বেশকিছু ওষুধ পাওয়া যায় এবং দুটি মোদির দোকানে মূল্য তালিকা টানানো ছিল না। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। এসকল অনিয়মে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/০৬জুলাই/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

ঝিকরগাছায় দুর্ধর্ষ ডাকাতি, নৈশপ্রহরী নিহত

পাবনায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে উদ্বোধনের আগেই ফেটে গেল চার কোটি টাকার সড়ক

লেগুনার ধাক্কায় অধ্যক্ষ নিহত

রডের বদলে বাঁশ! প্রধানমন্ত্রীর দেওয়া ১১টি উপহারের ঘর গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১০

জমি নিয়ে বিরোধ: পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে হাজতে যুবক!
