‘বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া মানে ফেল করা- তা নয়’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারণ ক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাছাই করছে। যারা সেই পরীক্ষায় বাছাইকৃত হচ্ছে না বা চান্স পাচ্ছে না তারা অকৃতকার্য- বিষয়টি এমন নয়।
বুধবার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বন্যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, একই সঙ্গে যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে তাদের তালিকা করে বই দেয়া হবে।
তিনি গণমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের অর্থের বিনিময়ে নেতা নির্বাচন প্রসঙ্গে বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়গুলো দেখার জন্য দলীয় ফোরামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। তারা অভিযোগের সত্যতা খুঁজে বের করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হেলাল হোসাইন প্রমুখ।
পরে মন্ত্রী চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা আওয়ামী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেক কাটেন।
(ঢাকাটাইমস/৬জুলাই/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

ঝিকরগাছায় দুর্ধর্ষ ডাকাতি, নৈশপ্রহরী নিহত

পাবনায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে উদ্বোধনের আগেই ফেটে গেল চার কোটি টাকার সড়ক

লেগুনার ধাক্কায় অধ্যক্ষ নিহত

রডের বদলে বাঁশ! প্রধানমন্ত্রীর দেওয়া ১১টি উপহারের ঘর গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১০

জমি নিয়ে বিরোধ: পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে হাজতে যুবক!
