ডিএমপির ডিবি-প্রধান হলেন হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২২, ১৭:৩৪| আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৮:২০
অ- অ+

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি-ডিবি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হলেন।

আজ বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

এর আগে তিনি যুগ্ম-পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুন অর রশীদসহ ৩২ জন পুলিশ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

হারুন অর রশদি এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেন। গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হারুন অর রশীদের জন্ম কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এমএসএস করেন তিনি।

(ঢাকাটাইমস/১৩জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা