ময়নাতদন্তে সাংবাদিক সোহানার আত্মহত্যার প্রমাণ

রাজধানীর হাজারীবাগে নিজ বাসা থেকে উদ্ধার হওয়া সাংবাদিক সোহানা তুলির মরদেহে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশের প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যার কথা বলা হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সাংবাদিক সোহানা তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সোহানার মরদেহের ময়নাতদন্ত হয়। এতে আত্মহত্যার প্রমাণ মেলে।
ফরেনসিক বিভাগের প্রধান সেলিম রেজা ঢাকাটাইমসকে বলেন, ‘তার মরদেহ উদ্ধারের সময় করা সুরতহাল রিপোর্টের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের মিল রয়েছে।’
এদিকে পুলিশের করা সুরতহাল রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছিল।
এ ব্যাপারে হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘটনার পর আমরা সোহানা তুলির স্বজনদের সঙ্গে কথা বলেছি। তুলি মারা যাওয়ার আগে তার মানসিক হতাশার কথা ছোট ভাই মোহাইমিনুলকে জানিয়েছিলেন। বিশেষ করে চাকরি এবং ব্যবসার অবস্থা নিয়ে এ হতাশা কাজ করছিল। এ কারণেই আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে তুলি আত্মহত্যা করেছেন। তার শরীরের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। পাশাপাশি যে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, সেই বাসার জানালা ভেঙে কেউ ভেতরে প্রবেশ করেছে তেমন কিছু পাওয়া যায়নি।
সোহানার মৃত্যুর ঘটনায় হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবার কোনো অভিযোগ করেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সোহানা তুলি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের মে পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। সোহানা তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
(ঢাকাটাইমস/১৪জুলাই/ইএস)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

নতুন রূপে পত্রিকা ‘মুহুরী’

পিবজার নির্বাচনে হেরে গেলেন ড. কলিমুল্লাহ, নতুন নেতৃত্বে অ্যাড. রুহী ও ডা. রথীন্দ্র

ডিইউজে নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

ঢাকা টাইমস সম্পাদকের আরোগ্য কামনায় দোয়া

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই: আইজিপি

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মিরর ম্যাগাজিনের ২০২২ বর্ষসেরা রেজওয়ানা এলভিস

বর্ণাঢ্য আয়োজনে ডিআরইউ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ রুবেলের মায়ের ইন্তেকাল
