বোয়ালমারীতে বিয়ের দিনে বরের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২২, ২১:২২
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দিনে বরের আত্মহত্যা ঘটনা ঘটেছে। উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী যুবকের নাম শাহিন কাজী। তিনি টোংরাইল গ্রামের হামিদ কাজীর ছেলে। শাহিন কাজী মালয়েশিয়াপ্রবাসী।

সোমবার বর শাহিন কাজীর সাথে পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের এক মেয়ের সাথে বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী যাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সাথে শাহিনের ঝগড়া হয়। এসময় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা টের পেলে তাকে সাথে সাথে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে মারা যান তিনি।

বোয়ালমারী থানার এসআই মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ নিজেদের জিম্মায় নেয়, পরিবারের কোন অভিযোগ না থাকায় শাহিন কাজীর মৃতদেহ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা