নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বর্ষণ ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘিওরের কালীগঙ্গা নদীতে তরা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বর্ষণ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধুদের সাথে নৌ-ভ্রমণে বের হয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়।
নিহত বর্ষণ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বিকালে তরা ব্রিজের নিচে বর্ষণের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পৌ-পুলিশ ও র্যাবের টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, বর্ষণের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের পরে জানা যাবে।
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএ)

মন্তব্য করুন