যাত্রী বেশে ছিনতাই, মলম পার্টির ছয় সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২২, ২১:১১| আপডেট : ২৩ জুলাই ২০২২, ২১:২৭
অ- অ+

ঢাকার কেরাণীগঞ্জে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া, নাজমুল হুদা, রমজান, ভাগিনা জামাল, পিন্টু ও আমিনুল।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার কেরানীগঞ্জ (সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জে একদল সংঘবদ্ধ মলমপার্টি চক্র সিএনজি ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা বিভিন্ন সময় কেরাণীগঞ্জের হাসনাবাদ, চুনকুটিয়া, কদমতলী, আব্দুল্লাপুর, আটিবাজার, রূহিতপুর ও রামেরবান্দা এলাকায় যাত্রীবেশে সিএনজিতে ওঁৎ পেতে বসে থাকতো। বিত্তবান যাত্রীদের টার্গেট করে সিএনজিতে তুলে নিতো।

পুলিশের এ কর্মকর্তা জানান, সিএজি কিছু দূর যাওয়ার পর চালক সিএনজি থামালে যাত্রীবেশে থাকা মলমপার্টির একজন সদস্য সামনের আসন থেকে পেছনে গিয়ে বসতো। পরে সিএনজি চলা শুরু হলে মলমপার্টির সদস্যরা পেছনের সিটে বসে থাকা যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে নগদ অর্থ, বিকাশের টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতো।

এছাড়া ভুক্তভোগী যাত্রীর মোবাইলে তার নিকট আত্মীয়দের ফোন করে বিকাশ বা নগদে মুক্তিপণের টাকা দাবি করতো; নয়তো জিম্মি যাত্রীকে মেরে ফেলার হুমকিও দিতো। পরে চলন্ত সিএনজিতে ভুক্তভোগী যাত্রীর চোখে মলম লাগিয়ে নির্জন কোনো জায়গায় সুযোগ বুঝে ফেলে দিয়ে তারা পালিয়ে যেত।

তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় কেরাণীগঞ্জ, দোহার ও ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ এই মলমপার্টির ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করা হয়। পরে গ্রেপ্তার মলমপার্টির সদস্যদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক দস্যুতার মামলা রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা