মেসি-নেইমারের গোল, মৌসুমের প্রথম শিরোপা পিএসজির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২২, ১৭:২১| আপডেট : ০২ আগস্ট ২০২২, ০০:০৭
অ- অ+

ফরাসি সুপার কাপে রবিবার রাতে নঁতের বিপক্ষে খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন পিএসজির দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমার। ফলে ৪-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল ফরাসি জায়ান্টরা। নেইমারের দুটি ও মেসির একটি গোলের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন জার্সিও রামোস।

ইসরায়েলে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে পিএসজির কাছে হেলে পানি পায়নি নঁতে। পুরো ম্যাচের ৬২ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো পিএসজির ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট আটটি।

অন্যদিকে অনেকটা ম্যাড়ম্যাড়ে ফুটবল খেলা নঁতে দলের ফুটবলাররা পুরো ম্যাচের মাত্র ৩৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছিলো। আর পিএসজির গোলবার বরাবর শট নিতে পেরেছিলো দুটি।

ম্যাচের শুরু থেকেই চাপ ধরে রাখা পিএসজি ২২তম মিনিটে মেসির কল্যাণে প্রথম গোলের দেখা পায়। বক্সের বাইরে বল পেয়ে সহজাত ক্ষিপ্রতায় বক্সে ঢুকে যান মেসি, দারুণ টাচে নঁতে গোলরক্ষককে বোকা বানিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। আর প্রথমার্ধ শেষ হওয়ার একদম অন্তিম মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে তৃতীয় গোলটি করেন রামোস। বাঁ দিক থেকে গোলে শট নেন পাবলো সারাবিয়া, ঝাঁপিয়ে কোনোমতে বলে আঙুল ছোঁয়ান গোলরক্ষক। দূরের পোস্টে ফাঁকায় ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার, ঠাণ্ডা মাথায় ব্যাকহিলে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান তিনি। ৮২তম মিনিটে সফল স্পট কিকে বড় জয় নিশ্চিত করেন নেইমার।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা