ইউক্রেনের বন্দর ছাড়ল আরও তিনটি খাদ্যশস্য বোঝাইকারী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ১৬:২১
অ- অ+

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর তিনটি খাদ্যশস্য বোঝাইকারী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। মোট ৫৮ হাজার টন ভুট্টা জাহাজ তিনটিতে বহন করা হচ্ছে।

তুরস্কের ইস্তাম্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টার জানায়, দুটি জাহাজ চর্নমোর্স্কে বন্দর ও একটি জাহাজ ওদেসা বন্দর থেকে যাত্রা শুরু করেছে। এ সেন্টার রাশিয়া, ইউক্রেন, তুর্কি ও জাতিসংঘের কর্মকর্তা দ্বারা পরিচালিত।

এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পানামার পতাকাবাহী নাভি স্টার জাহাজটি ইউক্রেন থেকে আয়ারল্যান্ডে যাবে। জাহাজটিতে ৩৩ হাজার টন ভুট্টা রয়েছে। আর দ্বিতীয় জাহাজ মাল্টার পতাকাবাহী রোজেনে ব্রিটেনে যাবে। জাহাজটিতে ১৩ হাজার টন ভুট্টা রয়েছে। আর তৃতীয় জাহাজটি তুরস্কের। জাহাজটিতে ১২ হাজার টন ভুট্টা রয়েছে।

এর আগে সামরিক অভিযান শুরুর পর প্রথমবার তিনটি খাদ্যশস্য বোঝাইকারী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গিয়েছিল।

ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল দেশটিতে উৎপাদিত হয়। এছাড়া মোট ভুট্টার ১৬ ভাগ ও ৯ ভাগ গম দেশটিতে উৎপাদিত হয়। আর রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু পরই বিশ্বে ইউক্রেন-রাশিয়ার স্বাভাবিক খাদ্যশস্য বাধাগ্রস্ত হয়। রাশিয়া ইউক্রেনের প্রধান বন্দরগুলো প্রবেশমুখ গুলো আটকে রেখেছে। যুদ্ধের আগে ইউক্রেন তার ৯০ শতাংশ শস্য সাগর পথে রপ্তানি করতো। ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলো কৃষ্ণ সাগরে প্রবেশ করতে না পারার কারণে বিশ্বে মুদ্রাস্ফীতি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

আর রাশিয়ার খাদ্যশস্যের ওপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা না দিলেও পেমেন্ট সিস্টেমের কারণে ইন্সুরেন্স ব্যয় বেড়ে যাওয়ার কারণে রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

এক বিবৃতিতে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়েছে, আফ্রিকার প্রয়োজনীয় গমের ৪০ ভাগই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু যুদ্ধের কারণে মহাদেশটিতে প্রায় তিন কোটি টন খাদ্যের ঘাটতি তৈরি হয়েছে। যার ফলে পুরো মহাদেশজুড়ে খাদ্যের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

খাদ্য সরবরাহ স্বাভাবিক না হলে বিশ্বে ভয়ানক খাদ্য সংকটের হুঁশিয়ারি দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গত মাসে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়।

চুক্তির সময় উপস্থিত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান বলেছিলেন,‘‘আমরা একটি উদ্যোগে সহায়ক হতে পেরে গর্বিত যেটি বৈশ্বিক খাদ্য সঙ্কট সমাধানে একটি বড় ভূমিকা পালন করবে যেটি দীর্ঘদিন ধরে এজেন্ডায় রয়েছে।’

ওই চুক্তির আওতায় বর্তমানে ইউক্রেন থেকে খাদ্যশস্য বোঝাইকারী জাহাজ পরিবহন করা হচ্ছে। এর ফলে বিশ্বে খাদ্যের দাম কিছুটা সহনীয় হবে বলে আশা করা হচ্ছে।

(খবর আলজাজিরা)

(ঢাকাটাইমস/০৫আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা