তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, একাধিক সংস্থার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২০:৫২ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ২০:৪৯

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর তাইওয়ান জুড়ে সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে চীন। দ্বীপজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় তাইপেগামী ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি বিমান সংস্থা। এছাড়াও তাইওয়ানরুটে চলাচলকারী অন্যান্য ফ্লাইটও তাদের রুট পরিবর্তন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের সামরিক মহড়ার কারণে ওই অঞ্চলের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় রবিবার দুপুর পর্যন্ত দ্বীপটিকে ঘিরে ছয়টি অঞ্চলে এ মহড়া চালাবে চীন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান।

পেলোসির সফরের প্রতিক্রিয়াস্বরুপ শুক্রবার দ্বিতীয় দিনের মতো মহড়া শুরু করে শি জিন পিং প্রশাসন। মহড়ার সময় অনেকগুলো জাহাজ ও বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এই রেখাটি চীনের মূলভূখণ্ড ও তাইওয়ানের মধ্যবর্তী তাইওয়ান প্রণালীর মাঝ বরাবর একটি অনানুষ্ঠানিক বিভাজক লাইন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :