চুয়াডাঙ্গায় মাদকসেবীর কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ২১:৫৯
অ- অ+

চুয়াডাঙ্গায় তোতা মিয়া (৫২) নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তোতা মিয়াকে তার বাড়ি থেকে আটক করে।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত তোতা মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে নির্বাহী হাকিম শামীম ভুইয়া তোতা মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা