ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জগদীপ
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৭:০৪| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭:১১

ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জগদীপ ধনকড়।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।
গত ৭ আগস্ট সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছিলেন। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে জগদীপ ধনকড় ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। জগদীপ পেয়েছিলেন ৫২৮টি ভোট।
অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা ২৬ শতাংশ ভোট পেয়েছিলেন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/আরআর)

মন্তব্য করুন