বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৯:৪০
অ- অ+

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক নারী পোশাক কর্মী। বুধবার সন্ধ্যা থেকে উপজেলার গোশাইবাড়ি ইউনিয়নের মানিক পোটল গ্রামে প্রেমিক সেলিম রেজার বাড়ির সামনে অবস্থান করছেন। তবে নারীর সেখানে যাওয়ার পর প্রেমিকসহ বাড়ির লোকজন বাড়ি থেকে অন্যত্র পালিয়ে গেছে।

সেলিম ওই গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।

অনশনরত প্রেমিকা জানান, ঢাকাতে তিনি গার্মেন্টসে এবং সেলিম ঢাকার শাহবাগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পিয়ন পদে চাকরি করত। গত ৬ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা একত্রে মেলামেশা করেন। কিন্তু সেলিমকে বিয়ের জন্য বললে তিনি তালবাহানা করে আসছিলেন। যে কারণে তিনি বিয়ের দাবিতে সেলিমের বাড়িতে আসেন। কিন্তু সেলিমের বাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করে। উপায় না দেখে তিনি সেলিমের বাড়ির সামনে অনশন শুরু করেছেন। সেলিম বিয়ে না করলে তিনি সেখান থেকে নড়বেন না।

গোসাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি জানেন। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। সমাধান না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা