কুড়িলে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ২১:৫২
অ- অ+

রাজধানী কুড়িল এলাকায় ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি তিনি মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানের রেল-লাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মারা যান ইয়ামিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কামরুল হাসান বলেন, ওই পুলিশ কনস্টেবল মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা