ফকিরহাটে সুপেয় পানির সংকট নিরসন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৩:২৩ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১৩:১৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চত্বরে সুপেয় পানির সংকট নিরসন হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ পিএসএফটি মডিফাই করার ফলে পানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

এদিকে পানি নিতে এলাকা ভিত্তিক রুটিন করে দেওয়ায় একই সময়ে পানি নিতে আসা অতিরিক্ত মানুষের চাপ কমে গেছে। ফলে পানি নিতে আসা মানুষের ভোগান্তি লাঘব হয়েছে।

অপরদিকে সুপেয় পানির সংকট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর প্রসংশা কুড়িয়েছে।

ইউএনও মনোয়ার হোসেন বলেন, আপাতত সমস্যার সমধান করা হয়েছে। জনগণের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে। আশা করা হচ্ছে পানি সংকটের স্থায়ী সমধান হবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :