দিশাকে ছেড়ে নতুন প্রেমে টাইগার, চিনে নিন সেই সুন্দরীকে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১৬:৪৬
অ- অ+

ভেঙে গেছে টাইগার শ্রফ ও দিশা পাটানির ছয় বছরের সম্পর্ক। কিছুদিন ধরে বলিউডে এমনই গুঞ্জন। যদিও এ ব্যাপারে এখনো মুখ খোলেননি টাইগার বা দিশা। তারই মাঝে নতুন গুঞ্জন, নতুন প্রেমে পড়েছেন অভিনেতা জ্যাকি শ্রফ-পুত্র টাইগার শ্রফ।

টাইগার শ্রফের নতুন প্রেমিকা কে সেই সুন্দরী? গুঞ্জন, তিনি হলেন ‘ক্যাসানোভা’ গার্ল খ্যাত আকাঙ্খা শর্মা। গত বছর ‘ক্যাসানোভা’ নামে একটি মিউজিক ভিডিওতে টাইগারের সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর ‘I am a Disco Dancer 2.0’ মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা যায় তাদের।

বলিউডে গুঞ্জন, সেই ‘ক্যাসানোভা’ গার্লেই মন মজেছে টাইগারের। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে কমেন্ট নেটেজেনদের নজরে এসেছে। মুম্বাইয়ে আকাঙ্খার বাড়ির সামনেও বহুবার দেখা গেছে টাইগারকে। যদিও আকাঙ্খার সঙ্গে প্রেমের কথাটি স্বীকার করেননি টাইগার।

প্রসঙ্গত, টাইগারের সঙ্গে মিউজিক ভিডিও ছাড়াও একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হিসাবে দেখা গেছে আকাঙ্খা শর্মাকে। দক্ষিণী ছবির হাত ধরে অভিনয় দুনিয়াতেও পা রেখেছেন তিনি।

এদিকে, ২০১৭ সালে সম্পর্কে জড়িয়েছিলেন টাইগার ও দিশা। ২০১৮ সালে ‘বাঘী-২’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয়ও করেন তারা। পরে একটি মিউজিক ভিডিওতেও দেখা যায় এ জুটিকে। তবে কিছুই নাকি এখন অতীত। দিশাকে ভুলে নতুন প্রেমে ভাসছেন টাইগার।

(ঢাকা টাইমস/১২ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তি পাচ্ছে সাংবাদিক দম্পতির গল্পে নির্মিত রায়হান রাফির ‘অমীমাংসিত’
নোয়াখালীতে ছুরিকাঘাতে আহত আ. লীগ নেতার মায়ের মৃত্যু  
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা