দিশাকে ছেড়ে নতুন প্রেমে টাইগার, চিনে নিন সেই সুন্দরীকে

ভেঙে গেছে টাইগার শ্রফ ও দিশা পাটানির ছয় বছরের সম্পর্ক। কিছুদিন ধরে বলিউডে এমনই গুঞ্জন। যদিও এ ব্যাপারে এখনো মুখ খোলেননি টাইগার বা দিশা। তারই মাঝে নতুন গুঞ্জন, নতুন প্রেমে পড়েছেন অভিনেতা জ্যাকি শ্রফ-পুত্র টাইগার শ্রফ।
টাইগার শ্রফের নতুন প্রেমিকা কে সেই সুন্দরী? গুঞ্জন, তিনি হলেন ‘ক্যাসানোভা’ গার্ল খ্যাত আকাঙ্খা শর্মা। গত বছর ‘ক্যাসানোভা’ নামে একটি মিউজিক ভিডিওতে টাইগারের সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর ‘I am a Disco Dancer 2.0’ মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা যায় তাদের।
বলিউডে গুঞ্জন, সেই ‘ক্যাসানোভা’ গার্লেই মন মজেছে টাইগারের। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে কমেন্ট নেটেজেনদের নজরে এসেছে। মুম্বাইয়ে আকাঙ্খার বাড়ির সামনেও বহুবার দেখা গেছে টাইগারকে। যদিও আকাঙ্খার সঙ্গে প্রেমের কথাটি স্বীকার করেননি টাইগার।
প্রসঙ্গত, টাইগারের সঙ্গে মিউজিক ভিডিও ছাড়াও একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হিসাবে দেখা গেছে আকাঙ্খা শর্মাকে। দক্ষিণী ছবির হাত ধরে অভিনয় দুনিয়াতেও পা রেখেছেন তিনি।
এদিকে, ২০১৭ সালে সম্পর্কে জড়িয়েছিলেন টাইগার ও দিশা। ২০১৮ সালে ‘বাঘী-২’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয়ও করেন তারা। পরে একটি মিউজিক ভিডিওতেও দেখা যায় এ জুটিকে। তবে কিছুই নাকি এখন অতীত। দিশাকে ভুলে নতুন প্রেমে ভাসছেন টাইগার।
(ঢাকা টাইমস/১২ আগস্ট/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

কারা হ্যাকড করল ফাহমিদা নবীর দুইটি পেজ?

প্রকাশ্যে ‘বলী’র জোড়া পোস্টার

একবার নৌকা চেয়ে পাননি, ‘নাছোড়বান্দা’ সেই মাহির চোখ এবার দুই আসনে

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা

নেটজনতার ওপর মহা বিরক্ত অভিনেতা নিলয়ের বর্তমান স্ত্রী

শ্রীদেবীর বিয়ের আগেই গর্ভে আসে বড় মেয়ে জাহ্নবী! কতটা সত্যি?

স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করে যেভাবে ফেঁসে যান উদিত নারায়ণ

বাংলাদেশি যেসব তারকা সঙ্গী পাল্টেছেন বারবার! হয়েছেন নিন্দিত

বোরকা পরে দুর্গাপূজার শপিং করবেন অপু বিশ্বাস
