হাইকোর্টের আইনজীবী হলেন ছাত্রলীগ সভাপতি জয়

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার সর্বমোট ৩০৫২ জন আইনজীবী হিসেবে হাইকোর্টে পেশাগত চর্চার অনুমতি পেয়েছেন। তার মধ্যে ছাত্রলীগের সভাপতি জয় অন্যতম। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা জয়কে অভিনন্দন জানাচ্ছেন।
বরিশাল জেলা স্কুলে অধ্যয়নরত অবস্থাতেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি নেয়া জয় উপজেলা ছাত্রলীগেও সম্পৃক্ত ছিলেন। এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি। ছাত্রলীগের বিগত কমিটিতে তিনি আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন জয়। আইন বিষয়ে অধ্যয়নের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে মাস্টার্স করেছেন।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসকে/এলএ)

মন্তব্য করুন