রামগতির বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, সরবরাহ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২২:০৪ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ২২:০২

মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পানি ঢুকে গেছে। এতে উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রবিবার বিকাল ৪টার পর থেকে মেঘনা নদীর সৃষ্ট জোয়ারের পানি উপকূলীয় এলাকায় ঢুকতে শুরু করে। এতে বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। জোয়ারের পানি ঢুকে উপজেলার আলেকজান্ডার এলাকার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে। কেন্দ্রটির কয়েক কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর অবস্থান।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জোয়ারের পানি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ে। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। এতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জোয়ারের পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :