রামগতির বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, সরবরাহ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ২২:০২| আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২২:০৪
অ- অ+

মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পানি ঢুকে গেছে। এতে উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রবিবার বিকাল ৪টার পর থেকে মেঘনা নদীর সৃষ্ট জোয়ারের পানি উপকূলীয় এলাকায় ঢুকতে শুরু করে। এতে বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। জোয়ারের পানি ঢুকে উপজেলার আলেকজান্ডার এলাকার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে। কেন্দ্রটির কয়েক কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর অবস্থান।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জোয়ারের পানি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ে। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। এতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জোয়ারের পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা