গাজীপুরে দ্রুতযানের বগি লাইনচ্যুত, উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন চলা বন্ধ

গাজীপুরের ধীরাশ্রমে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রবিবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকাটাইমস/১৪আগস্ট/ইএস

মন্তব্য করুন