গাজীপুরে ছিনতাই-মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ২৩:৩৪
অ- অ+

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ছিনতাই ও মাদক চোরাচালানের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাব্বির (২৩), মো. সুজন মিয়া (২৩), সোহেল রানা (২২), মো. আলমগীর হোসেন (২৫), মো. সুমন (১৯), মো. মুন্না (৩০) ও মো. আল আমিন (৩২)। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো চাপাতি ও মাদক উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা আছে। আসামি সাব্বির বিরুদ্ধে চারটি, আসামি সুজন মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং আসামি মো. সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই আসামিদের বিরুদ্ধে বাসন থানায় আরও একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় দৃর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
আলোচিত আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ
চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা