দীর্ঘদিন রুপালি পর্দায় অনুপস্থিত ববি, কেন?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১১:২০
অ- অ+

প্রায় চার বছর ধরে রুপালি পর্দায় দেখা নেই ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা ইয়ামিন হক ববির। তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ২০১৯ সালের ‘নোলক’। সেখানে ববির চরিত্রটির নাম ছিল কাজলা। নায়ক ছিলেন শাকিব খান। তারপর থেকে রুপালি পর্দায় অনুপস্থিত ববি। কেন?

এ সম্পর্কে জানতে কথা হয় ববির সঙ্গে। এই নায়িকা ঢাকা টাইমসকে বলেন, ‘আমার পছন্দের চরিত্র, পুরো প্রোডাকশন প্ল্যান যুত্সই না হলে আমি সিনেমা করি না। দর্শকরা আমাকে একটা মানদণ্ডে চিনেছেন, ভালোবেসেছেন। সেই ভালোবাসাটুকু ধরে রাখতে চাই।’

অভিনেত্রীর দাবি, ‘প্রতিনিয়ত কাজের ভেতরে থেকে নিজের ছন্দে অভিনয় করে যেতে ভালোবাসি। কোনো দৌড় বা অস্থিরতা আমার কাজ করে না। তাই পছন্দের চরিত্র আর যুৎসই প্রোডাকশন প্ল্যান সেভাবে পাওয়া হয় না বলেই কাজ কম করছি।’

তবে দর্শকদের অপেক্ষা খুব শিগগির শেষ হবে বলেও জানিয়েছেন ববি। বর্তমানে তার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘ময়ুরাক্ষী’, সৈকত নাসিরের ‘পাপ’ ও শামীম আহমেদ রনির ‘এবার তোরা মানুষ হ’ সিনেমাগুলো। কাজ শেষ হলেই সেগুলো মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানান নায়িকা।

ববির চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমাটির মাধ্যমে। সেখানে তাকে ক্যাপ্টেন ববির চরিত্রে দেখা যায়। চলচ্চিত্রে অভিষেকের পরের বছরই ‘মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১’ বিজয়ী হন এই অভিনেত্রী।

পরবর্তীতে দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব, অ্যাকশন জেসমিন, হিরো: দ্য সুপারস্টার, রাজাবাবু, ব্ল্যাকমেইল, বিজলী, বেপরোয়া, নোলকসহ ২০টির মতো সিনেমায় তার দেখা মিলেছে। চলচ্চিত্রের বাইরে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন ববি।

(ঢাকা টাইমস/১৭ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা