দীর্ঘদিন রুপালি পর্দায় অনুপস্থিত ববি, কেন?

প্রায় চার বছর ধরে রুপালি পর্দায় দেখা নেই ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা ইয়ামিন হক ববির। তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ২০১৯ সালের ‘নোলক’। সেখানে ববির চরিত্রটির নাম ছিল কাজলা। নায়ক ছিলেন শাকিব খান। তারপর থেকে রুপালি পর্দায় অনুপস্থিত ববি। কেন?
এ সম্পর্কে জানতে কথা হয় ববির সঙ্গে। এই নায়িকা ঢাকা টাইমসকে বলেন, ‘আমার পছন্দের চরিত্র, পুরো প্রোডাকশন প্ল্যান যুত্সই না হলে আমি সিনেমা করি না। দর্শকরা আমাকে একটা মানদণ্ডে চিনেছেন, ভালোবেসেছেন। সেই ভালোবাসাটুকু ধরে রাখতে চাই।’
অভিনেত্রীর দাবি, ‘প্রতিনিয়ত কাজের ভেতরে থেকে নিজের ছন্দে অভিনয় করে যেতে ভালোবাসি। কোনো দৌড় বা অস্থিরতা আমার কাজ করে না। তাই পছন্দের চরিত্র আর যুৎসই প্রোডাকশন প্ল্যান সেভাবে পাওয়া হয় না বলেই কাজ কম করছি।’
তবে দর্শকদের অপেক্ষা খুব শিগগির শেষ হবে বলেও জানিয়েছেন ববি। বর্তমানে তার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘ময়ুরাক্ষী’, সৈকত নাসিরের ‘পাপ’ ও শামীম আহমেদ রনির ‘এবার তোরা মানুষ হ’ সিনেমাগুলো। কাজ শেষ হলেই সেগুলো মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানান নায়িকা।
ববির চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমাটির মাধ্যমে। সেখানে তাকে ক্যাপ্টেন ববির চরিত্রে দেখা যায়। চলচ্চিত্রে অভিষেকের পরের বছরই ‘মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১’ বিজয়ী হন এই অভিনেত্রী।
পরবর্তীতে দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব, অ্যাকশন জেসমিন, হিরো: দ্য সুপারস্টার, রাজাবাবু, ব্ল্যাকমেইল, বিজলী, বেপরোয়া, নোলকসহ ২০টির মতো সিনেমায় তার দেখা মিলেছে। চলচ্চিত্রের বাইরে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন ববি।
(ঢাকা টাইমস/১৭ আগস্ট/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

বোরকা পরে দুর্গাপূজার শপিং করবেন অপু বিশ্বাস

ফের বিয়ে করলেন শাহরুখ খানের এই পাকিস্তানি নায়িকা

এমন ঘন রেশমী চুল কীভাবে পেলেন মাধুরী? জানুন রহস্য

পরীমনিকে নিয়ে অনম বিশ্বাসের `রঙ্গিলা কিতাব’

এ বছরও জেমসের জন্মদিনে নেই কোনো আয়োজন, কেন জানেন?

বঙ্গবন্ধুর বায়োপিক বানাতে ৫০ বছর কেন লাগল? বিস্ফোরক ইলিয়াস কাঞ্চন

ফের ঢাকা-১৭ চাইবেন অভিনেতা সিদ্দিক! ছাড়বেন না টাঙ্গাইলের আসনও

অভিনয়ে পেয়েছিলেন জাতীয় পুরস্কার! এখন চালান অটোরিকশা

স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হয়? দেখুন চিত্রনায়িকা ববিতা কী বলছেন
