রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন আরএমপির কমিশনার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১২:৩৩| আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:৫০
অ- অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এসময় আরএমপি পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানা এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তৃতীয় দিনের মত মঙ্গলবার বিকালে কাশিয়াডাঙ্গা থানায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠানে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ কমিশনার আরএমপি'র প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্সে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।

পরে পুলিশ কমিশনার দামকুড়া থানার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও তার আশপাশ এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

এ সময় পুলিশ কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ হতে দূরে থাকতে হবে। ভালোভাবে পড়াশুনা করে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের তৈরি করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। সেই সাথে রাজশাহী মহানগরীকে সবুজে শোভিত করতে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন।

তিনি নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছের চারা রোপণ করতে ও যত্ন নিতে সকলকে আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী, কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন, পিপিএম, সহকারি পুলিশ কমিশনার আরিফুল ইসলাম, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ ও দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম-সহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল থানা ফাঁড়ি এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
‘হাত-পা ছাড়াই জন্ম নেওয়া’ সেই লিতুন জিরার এসএসসিতেও চমক
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা