রাজধানীতে বিআরটি প্রকল্পের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে হেনস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২, ২৩:০৫
অ- অ+

রাজধানীর উত্তরায় পেশাগত দায়িত্বপালনের সময় হেনস্থার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যালেন বাংলাভিশনের প্রতিবেদক সাদ্দাম হোসাইন। তিনি বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, বিকালে ওই এলাকায় বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার সময় দুই যুবক এসে পেশাগত কাজে বাধা দেয়। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করে। তাৎক্ষণিকভাবে উত্তরা পশ্চিম থানা পুলিশকে ফোন দেওয়ার সময় দ্রুত ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার ভিডিও বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে। পরে মুঠোফোনে ঘটনাটি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন বলেন, হামলাকারী দুই যুবকের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/বিএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা