‘আশীর্বাদ’-এর প্রযোজককে নিয়ে বোমা ফাটালেন মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ১৫:১৮

আসছে ২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘আশীর্বাদ’। তার আগে এ সিনেমার প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌসকে নিয়ে বোমা ফাটালেন নায়িকা। বললেন, তিনি প্রযোজক জেনিফারকে চিনতেনই না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ওপর ভরসা রেখে তিনি সিনেমাটিতে অভিনয় করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর মালিবাগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন মাহি। সেখানে ‘আশীর্বাদ’-এ তার নায়ক জিয়াউল রোশান এবং পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও উপস্থিত ছিলেন।

মাহি বলেন, ‘এই প্রযোজককে (জেনিফার ফেরদৌস) তো আমি চিনি না। নির্মাতার ওপর ভরসা করেই সিনেমাটি করেছি। পারিশ্রমিকের দিকে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে কাজ করেছি। অথচ শেষ পর্যন্ত তিনি (প্রযোজক) প্রেস কনফারেন্স করে বললেন, নায়ক-নায়িকার প্রচারণা না, সিনেমার প্রচারণা করতে এসেছেন।’

সরকারি অনুদানের ‘আশীর্বাদ’ নিয়ে তার দারুণ আগ্রহ ছিল উল্লেখ করে মাহি বলেন, ‘সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করব, এটা ভেবে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল। ভেবেছিলাম এর মাধ্যমে যদি প্রধানমন্ত্রীকে নিজের কাজ দেখাতে পারি। জানি না উনি দেখবেন কিনা। কিন্তু এমন আশা নিয়েই কাজটি করেছিলাম।’

২০১৯-২০ অর্থবছরে ‘আশীর্বাদ’ সিনেমাটিকে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছিল সরকার। তবে মাহির দাবি, সিনেমা বানাতে ২৫ লাখ টাকাও খরচ করেননি প্রযোজক! নায়িকা বলেন, ‘আপনারা খোঁজ নিয়ে দেখবেন। যদি ভুল হয়, সেটার দোষ আমার। আমি ভেবেচিন্তেই বলছি কথাটি। সরকার যে অনুদান দিয়েছে, সেটার অর্ধেকও খরচ করা হয়নি। আমি শুটিংয়ে সব দেখেছি। আমি যেহেতু কাউকে ভয় পাই না। তাই সত্যি কথা বলতে আপোষ করব না।’

এর আগে গত ১১ আগস্ট রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেন প্রযোজক জেনিফার ফেরদৌস। সেখানে দাওয়াত করেননি ছবির প্রধান দুই চরিত্র রোশান এবং মাহিকে। জানা যায়, ‘আশীর্বাদ’-এর পোস্টার ফেসবুকে শেয়ার না দেওয়ার কারণে ‘প্রেস দ্য মিট’-এ ডাকা হয়নি রোশান-মাহিকে।

এ নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক রোশান। নায়ক বলেন, সিনেমার পোস্টার তৈরির সময় তার এবং মাহির মতামত নেওয়া হয়নি। প্রযোজক একক সিদ্ধান্তে মানহীন একটি পোস্টার বানান। সেটি পছন্দ না হওয়ায় তারা সেটি শেয়ার করেননি। সে কারণে প্রযোজক তাদের ‘প্রেস দ্য মিট’-এ ডাকেননি। এখন এই দ্বন্দ্বের জেরে ‘আশীর্বাদ’-এর ভবিষ্যত কী হয়, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :