অহেতুক কথা বলে বিভ্রান্ত করবেন না: মোমেনকে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ১৮:৪৭

অহেতুক কথা বলে মানুষকে বিভ্রান্ত না করতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনো দেশ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। আওয়ামী লীগও কাউকে এমন কথা বলতে বলেনি।

আজ শুক্রবার বিকালে রাজধানীর পলাশীর মোড়ে হিন্দুধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করার আগে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেতুমন্ত্রী।

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা হিন্দুসম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত।

পঁচাত্তরের পর ২১ বছর পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ থাকায় অতীতে অনেক ক্ষতি হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বলেন, তারপর বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আবার সম্পর্ক ও বন্ধুত্ব তৈরি করেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। দেশটির সঙ্গে আমাদের অমীমাংসিত ইস্যুগুলো মীমাংসা করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারতে যাবেন, তখন হয়তো আরো কিছু বিষয় আলোচনা হবে।’

‘বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি’- পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা তার (পররাষ্ট্রমন্ত্রী) ব্যক্তিগত বক্তব্য হতে পারে।

শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে আওয়ামী লীগ কখনো কাউকে অনুরোধ করেনি, করবে না বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আর শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে এসব কথা বলতেও বলা হয়নি।’

সেতুমন্ত্রী বলেন, ‘আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই অহেতুক কথা বলে বিভ্রান্ত না করার আহ্বান জানাই।’

দেশের জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি, এর প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ভাড়া বৃদ্ধি ইত্যাদি কারণে যখন জনমনে অসন্তোষ, তখন ‘দেশের মানুষ বেহেশতে আছে’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মোমেন।

এর রেশ যেতে না যেতেই বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তা করতে ভারতকে অনুরোধ করেছি।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :