রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাজশাহীর ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি করোনার উপসর্গে ভুগছিলেন।
রামেক হাসপাতালের এক প্রতিবেদনে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কেউ ছাড়পত্র পাননি। শুক্রবার সকাল পর্যন্ত মোট রোগী ছিলেন চারজন।
আগের দিন বৃহস্পতিবার রাজশাহীর ১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে দুজনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

মন্তব্য করুন