পায়ে হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে এসেছেন ময়মনসিংহের মোস্তফা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ২১:১৬
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় শোকের মাসে তার কবর জিয়ারতের জন্য ছেলেকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে টুঙ্গিপাড়ায় এসেছেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৭১ বছর বয়সী বৃদ্ধ মো. মোস্তফা।

শুক্রবার দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পৌঁছান। এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় তার ছেলে মো. মনিরুজ্জামান তার সঙ্গে ছিলেন। গত ৮ আগস্ট বিকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. মোস্তফা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদস্বরূপ ২৫ বছর জুতা পরেননি। এমনকি খালি পায়ে বিয়েও করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষিত হলে সংসদ সদস্য ভাষা সৈনিক এম শামছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। এরপর থেকে তিনি জুতা পরেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা