টঙ্গীতে ডাকাত দলের ১৫ সদস্য গ্রেপ্তার

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ২১:২৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে টঙ্গীর দেওড়া নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ৯জন পশ্চিম থানায় জনের নামে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ তথ্য নিশ্চিত করেছেন।

টঙ্গী পশ্চিম থানার মামলায় গ্রেপ্তাররা হলেন, মিলগেইট কো-অপারেটিভ মার্কেট এলাকার আব্দুস সোবাহানের ছেলে রমজান আলী রাজু (২৭), হাজী মাজার বস্তি এলাকার নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৬), বড় দেওড়া পরাণ মন্ডলের টেক এলাকার জালাল বেপারীর ছেলে বুলু ওরফে জুয়েল (২০), একই এলাকার শরিফুল ইসলামের ছেলে সাগর মিয়া (২৫), রাজধানীর তুরাগের রানাভোলা এলাকার হাফিজুর রহমানের ছেলে আরাফাত রহমান সৈকত( ১৯) আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার হেলাল উদ্দিনের ছেলে ফয়সাল (২০)

উপকমিশনার ইলিতুৎমিশ জানান, শুক্রবার ভোরে টঙ্গীর দেওড়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুইটি চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ছোরা ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। একইদিন ভোরে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ৯জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা