বিআরটিএর অভিযান, ৬০ বাসে তিন লাখ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৩টি স্পটে বিআরটিএর ৮টি ভ্রাম্যমাণ আদালত ১৫টি বাসের বিপরীতে ১ লাখ দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিটি বিহীন, হাইড্রোলিক হর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৬০টি বাসে ৬০ টি মামলায় ২ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কি করেন।
অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসকেএস)

মন্তব্য করুন