রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: সরে দাঁড়ালেন মোহাম্মদ আলী

জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজশাহী জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার। আগের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে জিতেছিলেন তিনি। এবারো মনোনয়ন চেয়েছিলেন, তবে পাননি।
শেষ পর্যন্ত বিদ্রোহী হয়ে চেয়ারম্যান পদে ভোট করার ঘোষণা দিয়ে মঙ্গলবার মনোনয়নপত্র তুলেছিলেন মোহাম্মদ আলী সরকার।
বুধবার দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।
মোহাম্মদ আলী সরকার বলেন, এবারো নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। এরই মধ্যে দুই-একজন ফোন করে অন্য ভাষায় কথা বলেছে। এরপর আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের পরামর্শে আমি সিদ্ধান্ত নিয়েছি এবার জেলা পরিষদের নির্বাচন করব না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানান মোহাম্মদ আলী সরকার।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন