সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ নাকি নেপাল, কে হচ্ছে নতুন চ্যাম্পিয়ন?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১
অ- অ+

২০১০ সাল থেকে শুরু হওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের প্রতিবারই ফাইনাল খেলেছে ও শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। এবারই প্রথমবার ভারতকে ছাড়া অনুষ্ঠিত হবে ফাইনাল। আগামী সোমবার কাঠমুন্ডুর রঙ্গশালায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। ফলে সাফে দেখা মিলবে নতুন চ্যাম্পিয়নের।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পাঁচবার ফাইনাল খেলেছে ভারত। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেওয়ার সুযোগ হয় নেপালের। অবশ্য প্রতিবারই হেরেছে ভারতের মেয়েদের কাছে। এদিকে বাংলাদেশের সর্বোচ্চ সফলতাও ফাইনাল। ২০১৬ সালের ফাইনালে উঠে শিরোপার স্বপ্ন দেখেছিলো দল। কিন্তু ৩-১ গোল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধূলিস্বাৎ হয়ে যায়।

এরপর প্রতিযোগিতাটির পঞ্চম আসরে গ্রুপপর্ব পার করে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। এবারও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। কিন্তু পেরে উঠেনি দল। ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়।

২০১৬ সালে শিরোপা জিততে জিততে হেরে গিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। এবার যেন সেই অধরা শিরোপা জিততে বদ্ধ পরিকর গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। প্রথমপর্বে জিতেছে প্রত্যেকটি ম্যাচে। প্রতিটি ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। সেটার সঙ্গে তাল রেখে সেমিফাইনালেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে বাঘিনীরা। কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা চারের লড়াইয়ে দলনেতা সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী।

এদিকে প্রথমপর্বে গ্রুপসেরা ছিল নেপালও। তাই প্রতিপক্ষ হিসেবে পায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালের সঙ্গে পেরে উঠেনি বর্তমান ও সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে এই প্রথমবার ভারতকে ছাড়া অনুষ্ঠিত হবে ফাইনাল।

(ঢাকাটাইমস/১৮সেপ্টম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা