প্রতি কণা রক্তের প্রতিশোধ নেওয়া হবে: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫০
অ- অ+

গণতান্ত্রিক আন্দোলনের কোনো আত্মত্যাগই বৃথা যাবে না উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা করে, গুলি করে বিএনপি নেতাকর্মীদের রক্ত ঝরাচ্ছে তাদের বিচার একদিন হবেই।’

‘প্রতিটি রক্তের ফোটার প্রতিশোধ নেওয়া হবে’-এমন মন্তব্যও করেন যুবদল সভাপতি।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে বিকালে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে গুরুতর আহত জাহাঙ্গির মাদবর, তারেক হোসেন ও শাওনকে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আনা হয়।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতনের জন্য জনগণ রাজপথে নেমে এসেছে। এখন তাদের আজ্ঞাবাহ আর দলীয় পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে আর রক্ষা হবে না। পতন তাদের অনিবার্য।’

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। তারা এখনো আন্দোলন শুরুই করেননি উল্লেখ করে যুবদল সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনতো হবে সামনে। তখন পালিয়েও রেহাই পাবেন না।’

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে মোনায়েম মুন্না বলেন, ‘যারা আজকে অতি উৎসাহি হয়ে গণতন্ত্রকামীদের বুকে গুলি করছেন তাদেরকে জনতার বিচারের মুখোমুখি করা হবে।’

এসময় যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা